গ্যাসের পাইপে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীর ওয়ারী থানাধীন টিপু সুলতান রোডের একটি বাসায় গ্যাসের পাইপে বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (৬০), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৪২) ও তাঁদের মেয়ে শারমিন আলম (২১)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে গৃহকর্তা আলমগীরের শরীরের ৯৫ শতাংশ, হোসনে আরার ৪০ শতাংশ ও শারমিনের ৩০ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, আলমগীরের অবস্থা খুবই গুরুতর। আর হোসনে আরা ও শারমিনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

দগ্ধ আলমগীরের শ্যালক আবদুল সাত্তার বলেন, রাত ১২টার দিকে রান্না করার সময় হঠাৎ করে গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে। এতে আলমগীর, হোসনে আরা ও শারমিন দগ্ধ হন। পরে রাত পৌনে একটার দিকে তিনি তাঁদের হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে একই পরিবারের তিনজনের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।