গ্যাস উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গ্যাস খাতের উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে। তিতাস গ্যাসের উৎপাদন দক্ষতা বাড়ানো এবং সঞ্চালন পাইপ লাইনের ক্ষমতা সম্প্রসারনে এই টাকা ব্যবহার করা হবে বলে এডিবি ও ইআরডি জানায়।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক  সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এডিবি ও ইআরডির মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আনুষ্ঠানে জানানো হয়, প্রাকৃতিক গ্যাস অবকাঠামো এবং দক্ষতা বাড়ানো প্রকল্পের আওতায় এডিবি এই ঋণ  দিচ্ছে। প্রকল্পটি ২০২২ সালে শেষ হবে। প্রকল্পের মোট ব্যয় ৪৫ কোটি ৩০ লাখ ডলার। যার মধ্যে এডিবির দেয়া ঋনণর ১০ কোটি ডলার ওসিআর এবং ৬.৭ কোটি ডলার সহজ শর্তে ঋণ। ৫ বছরের গ্রেসপিরিয়ডসহ মোট ২৫ বছরে এই টাকা পরিশোধযোগ্য।

ঋণের সুদ হার ২ শতাংশ এবং ওসিআর ঋণে লাইবোর। ওসিআর ঋণের অপব্যয়িত অর্থে ০.১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ও ০.১০ শতাংশ হারে প্রিমিয়ার দিতে হবে।