গ্যাস চাই: ১০ মিনিট স্তব্ধ রংপুর
দশ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকল রংপুর বাসি। নিরবে দাঁড়িয়ে দাবি জানালো পাইপ লাইনের ম্যাধ্যমে গ্যাস সরবরাহের। ঘোরেনি চাকা। পড়েনি পায়ের ধাপ। বলেনি কথা। নিরবতা মানেই নিরবতা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট। এই সময়ে শিক্ষক ছাত্র চাকুরীজীবি ব্যবসায়ী গৃহিনী কর্মজীবি সকল শ্রেণী পেশার মানুষ এসে মিলিত হয়েছিল এই নিরবতায়। শহরের যে যেখানেই ছিল সে সেখানেই দাঁড়িয়ে এই নিরাবতা পালন করেছে। রংপুরের বিভিন্ন অফিস, আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব স্থানে নেমে, আসে নিরাবতা। কোন যানবাহন চলেনি। হাতে হাত ধরে মানব প্রাচীর করে অথবা যে যার অবস্থানে থেকে এই কর্মসূচিতে অংশ নিয়েছে।
বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির ডাকে এ কর্মসূচি পালন করে সকলে।
কর্মসূচির আগে রংপুর প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে গ্যাস আন্দোলন কমিটির আহ্বায়ক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝণ্টু বলেন, গ্যাসের দাবি রংপুরবাসীর দীর্ঘ দিনের। গ্যাস না থাকায় এ অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠছে না। দীর্ঘ হচ্ছে বেকারত্বের তালিকা।
তিনি বলেন, এরপরও দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন, পাড়ায় পাড়ায় গণবিক্ষোভ, হরতালের মতো কর্মসূচি দিয়ে রংপুর বিভাগকে অচল করে দেয়া হবে।
সমাবেশে অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, রংপুর মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মো. জুন্নুন, মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক, রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জেলা আহ্বায়ক এমএ বাশার টিপু সমাবেশে বক্তব্য দেন।
এই দাবিতে এরআগে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং মানববন্ধন করেছে রংপুর বাসী।