গ্যাস পাইপ ছিদ্র হয়ে আগুন: একই পরিবারের আটজন দগ্ধ
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাস পাইপ ছিদ্র হয়ে আগুন লেগে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ৩টার দিকে আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান প্রতিবেশীরা।
দগ্ধ ব্যক্তিরা হলেন আলমগীর (৪৮), তাঁর স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০), তাসিন (২), আলমগীরের ভাতিজি রত্না (১৮), তাঁর স্বামী তোফায়েল (২২) ও তাঁদের আত্মীয় আরিফ (৩০)।