গ্যাস সমস্যা সমাধানে কমিটি
শিল্পে গ্যাস সমস্যা সমাধানে পরামর্শ দিতে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে । এই কমিটির নাম দেয়া হবে সমস্যা সমাধান কমিটি।
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিপিপিআরসি) এর চেয়ারম্যান এই কমিটির প্রধান হবেন।জ্বালানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজিএমইএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা এই কমিটিতে থাকবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি গঠন করা হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হবে। কমিটির প্রতিবেদন দেয়ার সময় দেয়া হচ্ছে ৯ মাস।
আজ শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আলোচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শিল্পকে প্রাধান্য দিয়ে গ্যাস দেয়া হবে। এখন বিদ্যুৎ সংকট নেই। গ্যাস সংকট ও অচিরেই শেষ হবে। শিল্প উদ্যোক্তাদের চাহিদামতো গ্যাস সরবরাহ করতে এই কমিটি করা হচ্ছে। কমিটির সুপারিশের আলোকে আমরা ব্যবস্থা নেব।
আজ অনুষ্ঠিত সমস্যা সমাধান পর্ব বিষয়ক আয়োজনে শিল্প ও বাণিজ্যিক এবং সরকারি বিভিন্ন শিল্পখাত সম্প্রসারণ অর্থনৈতিক অঞ্চল মেট্রোরেল এবং অন্যান্য বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এজন্য বিদ্যুৎ উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার, উন্নত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।একইভাবে নতুন জ্বালানি ক্ষেত্র আবিষ্কার জ্বালানির আমদানি নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আলোচনায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডঃ তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস জ্বালানি সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল্লাহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন।