গ্যাস সরবরাহের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুরে পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে সিরিজ আন্দোলন শুরু হয়েছে। ক্যাবল টিভি দর্শক ফোরামের পর সোমবার সকালে গ্যাস আন্দোলন কমিটির উদ্যোগে দাবি আদায়ে নগরীজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আগামী ১০ সেপ্টেম্বর স্তব্ধতা ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নগর ভবন থেকে শুরু হয়ে মানববন্ধনটি মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলে এই বিশাল তিন কিলোমিটার এলাকাব্যাপী মানববন্ধন। নগরবাসী গ্যাসের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুনসহ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন।

গ্যাস আন্দোলন কমিটির আহ্বায়ক ও সিটি মেয়র সরফুীদ্দন আহম্মেদ ঝন্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিটি কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, সাবেক রংপুর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, বাংলাদেশ ক্যাবল টিভির দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাতমাথা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানি তপু প্রমুখ।

এসময় সিটি মেয়র বলেন, গ্যাস রংপুরে দিতেই হবে। কোন বিকল্প নয়। প্রতিশ্রুতি নয়। গ্যাস চাই। গ্যাস ছাড়া রংপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জীবন দিয়ে হলেও গ্যাস আনতে চাই রংপুরে।

একই দাবিতে তিনি আগামী ১০ সেপ্টেম্বর রংপুর মহানগরীতে ১০ মিনিট স্তব্ধ এবং এক ঘণ্টা গণঅনশনের কর্মসূচি ঘোষণা করে বলেন, ওইদিন ১০ মিনিটের জন্য রংপুরের সবকিছু অচল হয়ে যাবে। নগরবাসী অনশন করবে।

এজন্য তিনি রংপুরের সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক, রিকশা ও ভ্যান চালকসক সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানা