গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে আগের মতই গ্যাস সরবরাহ হচ্ছে। মেট্রোরেলের জন্য যে পাইপের সংযোগ দেয়ার কাজ হচ্ছিল তা শেষ হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ছয়টায় কাজ শেষ হওয়ার সাথে সাথেই গ্যাস সরবরাহ শুরু হয়। রাজধানীর কোথাও আর গ্যাসের সমস্যা নেই। সফলভাবে পাইপের সংযোগ দেয়া হয়েছে।
গ্যাস না থাকার বিষয় সবার জানা থাকায় ভোগান্তি পোহাতে হয়নি জনসাধারণকে।

মেট্রো রেল প্রকল্পের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস ৮ ইঞ্চি ব্যাসের পাইপ স্থাপন করেছিল। গতকাল এই পাইপের দুই মাথা বর্তমান পাইপের সাথে সংযোগ করে দিয়েছে। এই সংযোগের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এজন্য রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।