গ্যাস স্বল্পতায় চিনির উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গ্যাস স্বল্পতায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে। গম নিয়ে চিন্তার কোন কারণ নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
টিপু মুনশি বলেন, চিনি, গম, রড সিমেন্টসহ সব পণ্য নিয়ে আলোচনা হয়েছে। জানুয়ারি পর্যন্ত চিনি নিয়ে কোন সমস্যা নেই। তবে কারখানায় গ্যাসের সরবরাহের অপ্রতুলতার কারণে উৎপাদন কম।
মন্ত্রী বলেন, কারখানাগুলো ৬৬ শতাংশের বেশি উৎপাদন করতে পারছে না। আমাদের প্রতিদিনকার চাহিদা হচ্ছে সাত হাজার টন। বড় মিল এবং সব মিলিয়ে পাঁচ হাজার টন উৎপাদন করা কষ্টকর হয়ে যাচ্ছে। আশা করছি দু-একদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া যাবে। গম সরবরাহও দ্রুতই ঠিক হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সামগ্রিক আলোচনা থেকে মনে করি চলমান যে অবস্থা তাতে ঘাবড়াবার কিছু নেই। চিন্তার কোন কারণ নেই। খাদ্যের যে উৎপাদন ও মজুদ, তাতে খাদ্যের কোন সমস্যা হবে না।