গ্রিড পর্যালোচনায় আন্তর্জাতিক পরামর্শক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, গ্রিড বির্পয়ের কারণ
যাচাই এখনও শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা একটি প্রতিবেদন উপস্থাপন করব। তদন্তের সাথে তিনটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে, এগুলো হলো-পুংখানুপুংখ যাচাই, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ এবং যে লোকবল আছে তা আরও উন্নত করা। প্রতিবেদনের আলোকে এগুলো করা হবে। তিনি বলেন, আগামী এক সপ্তহের মধ্যে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেয়ার কাজ শুরু করা হবে। তাদের পরামর্শে বাংলাদেশের গ্রিড সঞ্চালন ব্যবস্থা আধুনিক করা হবে।