গ্রিড বিপর্য়য়ের কারণ উদঘাটনে কমিটি
গ্রিড বিপর্যয় কেন হল এবং ভবিষ্যতে কি করা যায় তা উদঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করেছে।
বিদ্যুৎ বিভাগের করা কমিটির সদস্য সচিব, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, তদন্ত শুরু হয়েছে। বেধে দেয়া সময়ের মধ্যেই এই প্রতিবেদন জমা দেয়া হবে।
কমিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র কাছে কখন কোন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে তার তালিকা চেয়েছে। অন্যদিকে পিজিসিবি’র কাছে গ্রিড লাইনের তথ্য জানতে চাওয়া হয়েছে। সাবস্টেশনগুলোর পরিস্থিতি সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে কমিটি। অতীতের অভিজ্ঞতার আলোকে সুপারিশ বাস্তবায়ন হয়েছে কিনা তাও পর্যালোচনা করছে এই কমিটি। ভবিষ্যতে কি করা যায় তা নিয়েও সুপারিশ করবে তারা।