ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র: পুনঃক্ষমতায়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিট সংস্কারে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্কার করলে এ ইউনিট থেকে প্রায় ৪০৯ মেগাওয়াট পাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এজন্য বাংলাদেশকে ২১ দশমিক ৭ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭’শ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক রাজর্ষী পারাকার এতে স্বাক্ষর করেন।

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের গ্যাসচালিত চতুর্থ ইউনিট নির্মাণ করা হয় ১৯৮৯ সালে। একে একে ২৬ বছর পার করে ফেলেছে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট। কিন্তু এখন লাইফটাইম শেষ হয়ে যাওয়ায় কমে এসেছে উৎপাদন। অতিরিক্ত গ্যাস পুড়িয়ে সর্বোচ্চ ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এর ফলে ঘোড়াশাল চতুর্থ ইউনিটকে পুনঃক্ষমতায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা নতুন রূপ দেবে পুরনো এই কেন্দ্রটিকে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯০ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ৫৫৯ কোটি টাকা। বাকিটা দেবে বিশ্বব্যাংক।