চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে জরিমানা
বকেয়া থাকায় এবং অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় ১১টি মামলা, ৬৫ হাজার টাকা জরিমানা এবং ১১টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১১ জুন বুধবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ আদালত (দক্ষিণ) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় এ পদক্ষেপ নেয়া হয়।এ সময় পটিয়ার নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মইনউদ্দীন, আব্দুস সামাদ ভুঁইয়া, সাইফুল্লাহ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসুদুল হক পটিয়ার আওতাধীন মাস্টারহাট, বালুরমাঠ ও তাতিয়া পুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
এর আগে গত ৯ জুন পটিয়ার চক্রশালা, কমলমুনসিরহাট, শাহচান আওলিয়া দরগা গেট, বাস-স্টেশন, আনোয়ারা রোড এলাকায় বকেয়া থাকায় এবং অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়। এর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৪ জনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় বাকি ৭ জনকে ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।