চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে স্মারকলিপি দিয়েছে বিএনপি
চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনের দাবিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
সোমবার সকালে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল কেজিডিসিএল কর্তৃপক্ষ বরাবর এ স্মারকলিপি দেয়। কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ কে চৌধুরী এ স্মারকলিপি গ্রহণ করেন।
চট্টগ্রাম নগরীর বাসাবাড়ি ও শিল্প কারখানাগুলোতে দীর্ঘদিন ধরে চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ না দিয়ে বন্দরনগরীর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করে স্মারকলিপিতে অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
নগরীর ছয় লাখ গ্যাস বার্নারের বিপরীতে চার লাখ বার্নারে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে না দাবি করে এতে বলা হয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য গ্যাস এসে আবার চলে যাচ্ছে, যাতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।