চট্টগ্রামে চার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের ইপিজেড ও কালুরঘাট শিল্প এলাকায় অনিয়মের অভিযোগে চারটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) দুটি দল পৃথক অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে।
সংস্থাটির ম্যানেজার (ভিজিল্যান্স) হাসান সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম ইপিজেডের জেএফ টেক্সটাইল, কালুরঘাট বিসিক এলাকার আনোয়ার ফ্যাশন ও নুর গার্মেন্টস এবং অ্যাডহেসিভ প্রাইভেট লিমিটেড অনুমোদনের বেশি ‘সরঞ্জাম’ ব্যবহার করায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া নগরীর জালালাবাদ এলাকায় নকশা বহির্ভূতভাবে সংযোগ নেওয়ায় ১৮টি বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।