চট্টগ্রামে র‌্যালী, মেলার উদ্বোধন

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষ্যে রোববার চট্টগ্রাম নগরে র‌্যালি করা হয়। বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আব্দুল লতিফ এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। র‌্যালিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগ্রাবাদের বিদ্যুৎ ভবন থেকে শুরু হয়ে বাদামতলী মোড় হয়ে আবার বিদ্যুৎ ভবনে এসে শেষ হয়।
র‌্যালিতে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  ও পিজিসিবির চট্টগ্রামের উর্ধ্বর্তন কর্মকর্তা, কর্মচারী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সব স্তরের নেতাকর্মী অংশ নেন।
র‌্যালি শেষে চট্টগ্রামের বিদ্যুৎ ভবনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিউবো বিতরণ দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন। আলোচনা সভা পরিচালনা করেন বিউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মকবুল হোসেন।
আব্দুল লতিফ বলেন, বর্তমানে সেবা খাতগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগই সব থেকে সফল। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে সবাইকে বিদ্যুতের অপচয় রোধ করতে এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানান। তিনি বিদ্যুৎ সপ্তাহের সফলতা কামনা করেন। আ জ ম নাসির উদ্দিন বলেন, জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপনের মাধ্যমে বিদ্যুৎ কর্মীরা তাদের সেবার মান আরো উন্নত করবেন। বিদ্যুৎ গ্রাহকরাও জাতীয় স্বার্থে বিদ্যুতের ব্যবহারে আরো সাশ্রয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী বিদ্যুৎ মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে তানোর, লৌহজং, পীরগঞ্জ, বাগেরহাট, বোদা, আগৈলঝড়া, ভালুকা, পঞ্চগড়, ডোমার, রাণীশকৈল, কালীহাতি, সরিষাবাড়ি, গোবিন্দগঞ্জ, রাঙ্গামটি, ফুলবাড়ি, চিলমারী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসুচি পালন করা হয়।