চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের নিজস্ব ভবন হচ্ছে

চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের নিজস্ব বহুতল ভবন নির্মান করা হচ্ছে। এই মেঘনা ভবন একটি আধুনিক দৃষ্টান্তমূলক ভবন হবে। এই ভবনের নকশা করবে যৌথভাবে প্রকৌশল বিম্ববিদ্যালয়। এজন্য পরামর্শক নিয়োগের বিষয়ে একটি যৌথ চুক্তি হয়েছে। ভবনের নির্মাণ কাজ খুব শিগগির শুরু করা হবে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট), ব্যুরো অফ রিসার্চ টেষ্টিং এন্ড কনসাল্টটেশন (বিআরটিসি) এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মধ্যে বহুতল ভবন নির্মাণ কাজের পরামর্শক নিয়োগ বিষয়ে চুক্তি হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অন্যদের মধ্যে জ্বালানি সচিব আবুবকর সিদ্দিক, বিপিসির চেয়ারম্যান ই্উনুসুর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর করেন বিআরটিসি বুয়েটের পক্ষে পরিচালক ড. শেখ সেকেন্দার আলী এবং মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. শরীফ আশরাফউজ্জামান।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয় হিসেবে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মেঘনা ভবন নির্মাণ করা হবে।