চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মামলা

প্রায় ৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের রামপুরে ৬টি মামলা এবং ৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসব পদক্ষেপ নেয়া হয়।
এ সময় রামপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমাম হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনা বেগম, সহকারী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসুদুল হক রামপুরের আওতাধীন জি ব্লক, পূর্ব সুন্দরীপাড়া, পান্নাপাড়া ও মুহুরীপাড়া এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করেন। জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন ছাড়াও বিদ্যুৎ আদালতে বকেয়া বিলের জন্য চার লাখ আটানব্বই হাজার পাঁচশত চুয়াত্তর টাকার প্রসিকিউশন দেয়া হয়।