চলতি বছরের মধ্যেই চাঁদপুরের ঘরে ঘরে বিদ্যুৎ

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাওয়ার সেলের মহাপরিচারক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেছেন, ২০১৬ সালের মধ্যেই চাঁদপুরের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

সোমবার দুপুেরে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে চাঁদপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আফম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার মো. আবু তাহের ও সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ।

মোহাম্মদ হোসাইন বলেন, ইতোমধ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১ হাজার ৩২৯টি গ্রামের মধ্যে ১১শ’ গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। বাকি গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবস্থা করা হবে। যান্ত্রিক যে সব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য সব রকম সহযোগিতা করা হবে। সারা দেশে মডেল হিসেবে চাঁদপুর শহরে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণ করার জন্য প্রস্তাব করা হবে।
এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সবাই সচেতন হওয়ার আহ্বান জানান।