চলতি মাসেই বিদ্যুতের দামের বিষয়ে গণশুনানি
বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চলতি মাসেই গণশুনানি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিবিয়ানা দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নে চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিইআরসিতে খুচরা বিদ্যুতের দাম ১৫ থেকে ১৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া অক্টোবরে পাইকারি বিদ্যুতের দাম ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
বিইআরসি’র চেয়ারম্যান বলেন, গণশুনানি মানেই বিদ্যুতের দাম বাড়বে এমন নয়। আমরা প্রস্তাবটি বিবেচনা করে দেখবো। সকলপক্ষের মতামত নিয়ে যুক্তিতর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালেই রাজনৈতিক দলগুলোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও এরকম হুমকি দেয়া হয়েছে। ‘আমরা আমাদের মতো চলবো’ জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানীর পরপরই গ্যাসের দাম বৃদ্ধির ব্যাপারে গণশুনানী অনুষ্ঠিত হবে। #