রাশিয়ার প্রতিনিধিদল ঢাকায় আসছে

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক অবকাঠামাে নির্মাণের বিষয়ে তৃতীয় চুক্তি সাক্ষররে বিষয়ে আলােচনা করতে চলতি মাসেই ঢাকায় আসছে রাশিয়ার প্রতিনিধিদল।
সম্প্রতি বিজ্ঞান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার সাথে তৃতীয় চুক্তি করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে জানানাে হয়, এ মাসেই রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। দরকষাকষির পর তাদের সাথে চুক্তি করা হবে। বৈঠকশেষে বিজ্ঞান সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান বলেন, রাশিয়ার সাথে তৃতীয় চুক্তি খুব তাড়াতাড়ি হবে। আমরা আলোচনার মাধ্যমে এবারই সমাধানের চেষ্টা করবো। অর্থের পরিমাণ ঠিক করে নিয়ে চুক্তি করতে র্দীঘায়িত করা হবে না।
গতমাসে এ বিষয়ে চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের সাথে অর্থের পরিমাণ নিয়ে মতের মিল না হওয়ায় সে চুক্তি হয়নি। এই র্পযায়ের কাজ করতে বাংলাদেশ ৫০ মিলিয়ন ডলার দিতে চায়।কিন্তু রাশিয়া চায় ৫৫ মিলিয়ন ডলার। এই র্অথের পরিমান ঠিক করা নিয়ে উভয়ের মধ্যে দরকষাকষি চলছে। গতমাসের বৈঠকে বাংলাদেশেরে পক্ষ থেকে বাড়তি পাঁচ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়নি। এজন্য রাশিয়া চুক্তি না করইে চলে যায়।