চাকরি স্থায়ী করার দাবিতে শেভরনের নিরাপত্তাকর্মীদের মানববন্ধন
শেভরন বাংলাদেশের নিরাপত্তাকর্মীরা চাকরি স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মানববন্ধন করেছে।
আজ সোমবার উপজেলার চৌমোহনা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সৈয়দ আলী, আকিকুর রহমান, বদরুল জামান, আবুল হোসেনসহ অন্যরা। এ সময় শেভরনের মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানির বকেয়া বাৎসরিক মুনাফা আদায়, চাকরি স্থায়ীকরণ, বাৎসরিক বেতন বৃদ্ধি, শ্রমিক কল্যাণ তহবিল সংযুক্তকরণসহ ১১টি দাবি তুলে ধরা হয় মানববন্ধনে। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন নিরাপত্তাকর্মীরা।