চীনে কয়লাখনিতে অগ্নিকাণ্ড, নিহত ২১
চীনে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের জিশি শহরে একটি কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
রাষ্ট্রায়ত্ত ‘হেইলংজিয়াং লংমে মাইনিং হোল্ডিং গ্রুপ’র খনিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে ২২ কর্মীর আটকা পড়ার খবর পাওয়া গেলেও শনিবার (২১ নভেম্বর) সকালে ২১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।