আরও তিন বছর আরইবি চেয়ারম্যান মঈন
মেজর জেনারেল (অব) মঈন উদ্দিনকে আরও তিন বছরের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দেয়া হয়েছে।
২০১১ সালের ২৪ই অক্টোবর থেকে প্রেষণে আরইবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন মঈন উদ্দিন। অবসরে যাওয়ার পর গত বছরের ১ লা ফেব্রুয়ারি এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। এখন আবার তিনবছরের জন্য নিয়োগ দেয়া হলো।