ছাদের সৌর বিদ্যুৎ কিনবে সরকার: পরামর্শক নিয়োগ
শিল্প, বাণিজ্য বা আবাসিক গ্রাহকদের কাছ থেকে সৌর বিদ্যুৎ কিনবে সরকার। এই বিদ্যুৎ কেনা কিভাবে হবে তা পর্যালেচানার জন্য পাওয়ার সেল পরামর্শক নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত একসভায় বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, এবিষয়ে কোন বাধ্যবাধকতা আনা হবে না। সচেতন করে উদ্যোক্তা তৈরি করা হবে।
উল্লেখ্য, বর্তমানে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে নিদিষ্ট পরিমান সৌর প্যানেল লাগাতে হয়।
পাওয়ার সেল সূত্র জানায়, শিল্প কারখানার ছাদে বা আবাসিক ছাদে যে কেউ সৌর বিদ্যুৎ স্থাপন করতে পারবে। সেখানে ভোক্তার প্রয়োজন মিটিয়ে সরকারের কাছে বিক্রি করতে পারবে। কোন ব্যাটারি লাগবে না। এজন্য দুই ধরণের মিটার লাগানো হবে। কত টুকু সৌর থেকে আর কতটুকু গ্রিড থেকে ব্যবহার হচ্ছে তা জানা যাবে।
সূত্র জানায়, এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের জন্যই পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার। এই বিদ্যুৎ কিভাবে কেনা হবে সেই নীতি করা, কিভাবে এই বিদ্যুৎ বিক্রি করতে পারবে ইত্যাদি বিষয়ে সুপারিশ করবে পরামর্শক। পরামর্শকের সুপারিশ এরপর যাচাই বাছাই করবে পাওয়ার সেল। এরপরই চূড়ান্ত হবে।
তবে পরামর্শক দামের বিষয়ে কোন মতামত দেবে না। দাম ঠিক করবে সরকার। সেক্ষেত্রে গ্রাহক যে দামে বিদ্যুৎ কিনছে বা বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে যে দামে বিদ্যুৎ কেনা হচ্ছে সেই দাম রাখা হতে পারে।