জলকন্যা শিলার বাড়িতে বিদ্যুৎ
সাউথ এশিয়ান গেমসের সাতারে স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলার গ্রামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বুধবার রাত ৯টার দিকে মিটার স্থাপন করে এ সংযোগ দেয়া হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) জানায, যশোরের নওয়াপাড়া পৌর এলাকার বাসিন্দা শিলার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ বিভাগ থেকে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়।
স্বর্ণ জয়ের পর বৃহস্পতিবার নিজ গ্রাম যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা মাহফুজা শিলার। এই খবরে তার গ্রাম এলাকার চারদিকে এখন সাজ-সাজ রব পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে তাকে।
ভারতের গৌহাটি ও শিলং এ অনুষ্ঠিত ১২তম সাউথ এশিয়ান (এসএ গেমস) গেমসে শিলা দু’টি স্বর্ণ পদক অর্জন করেছেন। –