জলবায়ু-ঝুঁকি মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিত আইজিএফ সভায় ওয়ার্কশপ রুম ৪-এ ‘ডাইনামিক কোয়ালিশন অন ইন্টারনেট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সভায় মূল বক্তব্যে মন্ত্রী এই পরামর্শ দেন।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। ঝুঁকি কমানোর পরিকল্পনা, দুর্যো্গ ব্যবস্থাপনা এবং দুরযোগ-পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনা- এই তিন ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তি প্রয়োগ করে সফলতা অর্জন করা সম্ভব।

দুর্যোজগ মোকাবিলা ও পরবর্তী পরিস্থিতিতে খাপ খাওয়ানোর ব্যাপারে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের চেয়ে অগ্রবর্তী বলে ওই সভায় জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের স্ট্রাটেজিক প্লানিং ও মেম্বারশিপ বিভাগের সিএসডি থমাস লামানাওকাস, ইউরোপিনি ডি রেডিও-টেলিভিশন প্রতিনিধি গ্যাকোমো মাজোনি, ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক প্রমুখ অংশ নেন।