জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নতুন জোট ভি২০
জলবায়ু ঝুঁকির মুখে থাকা বাংলাদেশ, নেপাল, ভুটানসহ ২০টি দেশ মিলে গঠন করেছে নতুন জোট ভালনারেবল টোয়েন্টি (ভি২০)।
পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উপস্থিতিতে এই জোট গঠনের ঘোষণা আসে।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় এই জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা ভি২০ বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে জলবায়ু পরিবর্তন খাতে সরকারি ও বেসরকারি অর্থায়ন জোরদার করার আহ্বান জানায়।
বাংলাদেশসহ এই জোটে এশিয়ার দেশগুলোর মধ্যে আরো আছে মালদ্বীপ, আফগানিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম ও পূর্ব তিমুর। এ ছাড়া রয়েছে জলবায়ু হুমকির মধ্যে থাকা বার্বাডোজ, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, তানজানিয়া, টুভালু ও ভানুয়াতুর মতো দেশ।
৭০ কোটি মানুষের এই ২০ দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের উপস্থিতিতে সভায় কার্বন নিঃসরণ কমিয়ে আনতে শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।