জলবায়ু তহবিলের মালিকানা চায় ঝালকাঠিবাসী
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চাই স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশসমূহকে তহবিলের মালিকানা নিশ্চিত করার দাবিতে ঝালকাঠিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে রোববার সকালে প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় টিআইবি জেলা সভাপতি প্রফেসর গুলনাহার বেগম, সনাক সভাপতি প্রফেসর মো. লাল মিয়া, , ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তনঞ্জন দত্ত, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আককাস সিকদার, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম্ আর এদেশের মধ্যে ঝালকাঠিসহ উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।