জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ইরান একসাথে
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ইরান। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজী সাক্ষাত করেন। এ সময় তারা এ ব্যপারে একমত পোষণ করেন।
রাষ্ট্রদুত ড. আব্বাস বলেন, ইরানের সরকার জলবায়ু ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশ বিষয়ক যে জাতীয় কমিটি গঠন করা হয়েছে তা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।