জলবায়ু পরিবর্তনে অস্তিত্ব সংকটে ৪২টি ছোট দেশ

ইবি ডেস্ক:
ছোট ছোট দ্বীপ দেশগুলো জলবায়ু পরিবর্তনে অস্তিত্ব টিকিয়ে রাখার হুমকিতে আছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে ৪২টি ছোট দেশ। এজন্য জাতিসংঘের আসন্ন জলবায়ু সম্মেলনে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে জানান কমনওয়েলথের মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
বার্তাসংস্থা এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ টুভ্যালু ও নাউরুর মতো কমনওয়েলথের ছোট ছোট সদস্য রাষ্ট্রগুলো এখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছে। কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে। এটি তাদের জন্য খুবই বিপজ্জনক।
তিনি বলেন, ডমিনিকাকে দেখতে সাধারণত স্বর্গেও বাগানের মতো মনে হয়। তবে ২০১৭ সালে হ্যারিকেন মারিয়া আঘাত হানার পর সেখানকার অনেক গাছের বাকল পর্যন্ত উঠে গেছে, সেসব গাছে একটি সবুজ পাতাও অবশিষ্ট ছিল না। ডমিনিকাকে এখন একটি রণক্ষেত্র বলে মনে হয়।
আগামী ৩১শে অক্টোবর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত স্টকল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।