জাতিসংঘের তত্ত্বাবধানে রামপাল কেন্দ্রর পরিবেশ সমীক্ষার দাবি
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের পরিবেশগত সমীক্ষা (ইআইএ) ঠিকভাবে হয়নি। জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন করে পরিবেশের সমীক্ষাসহ এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের উদ্যোগ বল্পেব্দর দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম।
আবদুল মতিন বলেন, সরকার সুন্দরবন রক্ষার বিষয়টি পাত্তাই দিচ্ছে না। এ কারণে সুন্দরবনের চারপাশে পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন শিল্কপ্পপ্রতিষ্ঠান করার উদ্যোগ অনুমোদন দিচ্ছে। ইফতেখারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ।
শামসুল আলম বলেন, সুন্দরবন দেশকে রক্ষা করছে। তাই সুন্দরবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দেশে-বিদেশে রামপাল ইআইএ প্রত্যাখ্যাত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।