জাতিসংঘ বিশেষজ্ঞ দলের প্রতিবেদন জমা ৩১ ডিসেম্বর

জাতিসংঘ বিশেষজ্ঞ দল সুন্দরবন পর্যবেক্ষণ প্রতিবেদন ৩১ ডিসেম্বর সরকারের কাছে জমা দেবে। দলটি ২৭ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে থাকবে। তেল বিপর্যয় ঘটনা সরেজমিন পর্যবেক্ষণ করতে দলটি ২২ ডিসেম্বর সুন্দরবনে আসে। বৃধবার সকালে শ্যালা নদীতে লঞ্চে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে ‘জয়েন্ট ইউএন-গভর্নমেন্ট ওয়েল স্পিল রেসপন্স মিশন’-এর প্রধান এমেলিয়া ওয়ালস্ট্রম বলেন, ২৭ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবন থেকে বিভিন্ন নমুনা, তথ্য-উপাত্ত ও উপকরণ সংগ্রহ করব। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পর্যবেক্ষণভিত্তিক প্রতিবেদন তৈরি করা হবে। তখন বলতে পারব, এ তেল দুর্ঘটনায় সুন্দরবনের কতটুকু ক্ষতি হয়েছে এবং কীভাবে তা কাটিয়ে উঠতে হবে।’

তিনি জানান, প্রতিনিধি দলে মোট ২৫ জন সদস্য রয়েছেন। এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তেল ছড়িয়ে পড়া অঞ্চলগুলো ঘুরে দেখছেন। বনের পাশে বসবাসকারী মানুষের সঙ্গেও তারা মতবিনিময় করছেন। বনজীবীদের জীবন-জীবিকা, বণ্যপ্রাণী, জলজ সম্পদ এবং উদ্ভিদ সম্পদের ওপর তেলের প্রতিক্রিয়া সম্পর্কে পর্যবেক্ষণ-মতামত-সুপারিশ উপস্থাপিত হবে।