জাতীয় গ্রিড বিপর্যয়: বিদ্যুৎ ছিল না খুলনা ও বরিশাল বিভাগে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ২২শে এপ্রিল ২০২৫):

জাতীয় গ্রিড বিপর্যয়ে দেশের দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালের জেলাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে কুষ্টিয়ায় কোন সমস্যা হয়নি।

শনিবার বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে আবার বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে শুরু হয়।

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ায় দুর্ভোগে পড়ে এই অঞ্চলের মানুষ।

খুলনা, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরসহ বিভিন্ন স্থানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা দক্ষিণাঞ্চল। অনেক স্থানে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। আবার কিছু কিছু স্থানে তার আগেই বিদ্যুৎ আসে।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

রাত সাড়ে নয়টায় ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী এনার্জি বাংলাকে বলেন, পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কুষ্টিয়া বাদে অন্য সকল সার্কেলে বিদ্যুৎ ছিল না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আরও কিছুটা সময় লাগবে।

গোপালগঞ্জের আমিন বাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় এই গ্রিড বিপর্যয় হয়েছে।

গোপালগঞ্জের আমিন বাজার লাইনটি রামপাল ও পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালনকেন্দ্র।