জাতীয় গ্রিডে যুক্ত হলো ১১০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যুক্ত হলো নতুন ১১০ মেগাওয়াট বিদ্যুৎ। সামিট বরিশাল পাওয়ার লিমিটেড বরিশালে এই বিদ্যুৎ উৎপাদন করছে।
গত ৫ এপ্রিল থেকে উৎপাদন শুরু হলেও শনিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার ঘোষণা দিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান।
বরিশালের দপদপিয়া এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ ঘোষণা দেন তিনি। কীর্তনখোলা নদীর তীরে ৯ একর জমিতে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয়।