জাতীয় বিদ্যুৎ সপ্তাহ বক্তৃতায় খুলনা জিলা স্কুল প্রথম
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৫ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মাহদী মুশফিক কামাল। দ্বিতীয় হয়েছেন রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা বুশরা এবং তৃতীয় হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মার্জিয়া কবির।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ শীর্ষক এ বির্তকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমদ কায়কাউস। সঞ্চালনায় ছিলেন পাওয়ার সেলের পরিচালক আমজাদ হোসেন।
বক্তৃতা প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগ ছাড়া সাতটি বিভাগ ও মহানগর থেকে ১৯ প্রতিযোগী অংশ নেয়।
আগামী ১০ ডিসেমর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের রাষ্ট্রপতি পুরস্কার বিতরণ করবেন।