জাপানে টাইফুনে ১০ জন নিহত
জাপানে টাইফুন হ্যালংয়ের আঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। টাইফুনের প্রভাবে এখনও দেশের উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, টাইফুন হ্যালং রোববার মধ্যরাতে দেশের বৃহত্তম ও সবচেয়ে জনবসতিপূর্ণ হনসু দ্বীপে আঘাত হানে। এটি সোমবার সকালে জাপান সাগরের (পূর্ব সাগর) ওপর দিয়ে অগ্রসর হচ্ছিল। খবর এএফপি।
জাপানের উত্তরাঞ্চলে টাইফুনের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া বইছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা ওই এলাকায় ভূমিধস, বন্যা ও সম্ভাব্য টর্নেডোর আশঙ্কা করছেন।
টাইফুন হ্যালং দুর্বল হয়ে সোমবার স্থানীয় সময় সকাল ৯ টায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এটি এখন রাশিয়ার পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
সরকারি টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ঝড় ও ভারী বর্ষণে সারাদেশে দুইজনের প্রাণহানি ও ৮৬ জন আহত হয়েছে। তবে নিকেকই সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একজন ইরানি নাগরিক রয়েছেন।
জাতীয় পুলিশ সংস্থা টাইফুনে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেনি। সংস্থাটি বলেছে, তারা গোটা দেশের তথ্য যাচাই বাছাই করছে।