জালালাবাদ ১৩৪ কোটি টাকা লাভ করেছে

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. ২০১৩-১৪ অর্থবছরে ১৩৩ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা করেছে। এই সময়ে দুই হাজার ১৪৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিত্রিক্র করে মোট আয় করেছে ৯৪৫ কোটি ৮২ লাখ টাকা।
বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে জালালাবাদ ৭৪ কোটি ১৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। বিভিন্ন ব্যাসের ১৩৮ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হয়েছে। নতুন সংযোগ দেয়া হয়েছে ১৪ হাজার ৯৬৮জনকে।
বার্ষিক সাধারণ সভায় জ্বালানি সচিব মো. আবুবকর সিদ্দিক, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমদ, কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বারসহ অন্যরা উপস্থিত ছিলেন।