বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত দিতে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
করোনা দুর্যোগে সংক্রমণের ঝুঁকি এড়াতে জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার সরকারি বেসরকারি অফিস খুলেছে। বন্ধের পর প্রথম কার্যদিবসে তিনি এই ঘোষণা দিলেন।
একই সাথে অযৌক্তিক বিল সমন্বয় করা হবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কাছে এসেছে।কারও কোন বাড়তি বিল করা হলে তা পরবর্তীকালে সমন্বয় করা হবে। তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেয়ার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না।
নসরুল হামিদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল জুনের মধ্যে পরিশোধ করলে বিলম্ব মাসুল দিতে হবে না।