জুন মাসের জন্যও এলপিজির দাম কমল
নিজস্ব প্রতিবেদক:
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম জুন মাসের জন্য আরও কমল। সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৮ টাকা কমিয়ে ৮৭৭ টাকা করা হয়েছে। মে মাসে এই দাম ছিল ৯৭৫ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার এই আদেশ দিয়েছে। ১লা জুন থেকে নতুন দাম কার্যকর হবে। একই সাথে কমেছে অটোগ্যাসের দামও।
কেজি প্রতি দাম কমেছে ৫ টাতা ৩২ পয়সা। মে মাসে মূসকসহ খুচরা পর্যায়ে প্রতি কেজির দাম ছিল ৭৫ টাকা ৪৯ পয়সা। এখন জুন মাসের জন্য হয়েছে ৭০ টাকা ১৭ পয়সা।
এই হিসাবে খুচরা পর্যায়ে সাড়ে ৫ কেজির দাম ৩৮৬ টাকা, ১২ কেজির দাম ৮৪২ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৬ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ১২৩ টাকা, ১৮ কেজি ১ হাজার ২৬৪ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা, ২২ কেজি ১ হাজার ৫৪৪ টাকা, ২৫ কেজি ১ হাজার ৭৫৪ টাকা, ৩০ কেজি ২ হাজার ১০৫ টাকা, ৩৩ কেজি ২ হাজার ৩১৬ টাকা, ৩৫ কেজি ২ হাজার ৪৫৭ টাকা এবং ৪৫ কেজির দাম ৩ হাজার ১৫৮ টাকা।
বিইআরসি’র দেয়া আদেশে বলা হয়েছে, সৌদি আরামকো এর মে মাসের দামের সাথে সমন্বয় করে এই দাম নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত হবে ৩৫ঃ ৬৫।
অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা।
এরআগে ১২ই এপ্রিল প্রথমবারের মত বেসরকারি এলপিজি’র দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর মে মাসের জন্যও বেসরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৭৫ টাকা থেকে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছিল।