জুলাই মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২৯শে জুন ২০২২৫):
জুলাই মাসের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। জুন মাসের দামই থাকবে। রোববার এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০২, কেরোসিন ১১৪, পেট্রল ১১৮ এবং অকটেন ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই দাম ১ জুলাই থেকে কার্যকর হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ।
দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বাকি ২৫ শতাংশ পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি।