জুলাই মাসে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
ভ্যাপসা গরমের সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। জুন মাসের তুলনায় জুলাই মাসে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং কমতে পারে ভ্যাপসা গরম।
আবহাওয়া অধিদপ্তরেরর পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে। আবহাওয়ার ৭২ ঘন্টা পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর, খেপুপাড়া, ফরিদপুর, চাঁদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, জুলাই মাসে জুন মাসের তুলনায় বৃষ্টির পরিমান বাড়বে। এ সময় বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমী নিুচাপ সৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার জানায়, জুন মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। তবে জুলাই মাসে তাপমাত্রা কমবে। এ সময় তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জুন মাসের যে পরিমাণ গরম ছিল, সেই পরিমাণ গরম জুলাই মাসে থাকবে না। ভ্যাপসা গরম কমলেও একেবারে গরম কমবে না। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে।