জৈব জ্বালানি কি পরিবেশবান্ধব!
পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী প্রচলিত জ্বালানি ব্যবহারের পরিবর্তে জৈব জ্বালানির উৎপাদন ও ব্যবহার জনপ্রিয় করার চেষ্টা চলছে। কিন্তু এই জৈব জ্বালানি কি পরিবেশবান্ধব! এ ধরনের প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লিংকনের গবেষকরা দাবি করেছেন, পেট্রোলের চেয়েও জৈব জ্বালানিতে কার্বন নিঃসরণের পরিমাণ ৭ শতাংশ বেশি। তবে শস্য উৎপাদনের ফলে সৃষ্ট উচ্ছিষ্টাংশ দিয়ে যে জৈব জ্বালানি তৈরি করা হয়, সেটার কথাই বলেছেন বিশেষজ্ঞরা।
কিন্তু গবেষকদলের অভিমত, উৎপাদিত শস্যের উচ্ছিষ্টাংশ থেকে তৈরি করা জৈব জ্বালানি আসলে জ্বালানি আইনের গ-ি পেরোতে পারবে না। একই মত দিয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। আইন অনুসারে গ্যাসোলিন ব্যবহারে যে পরিমাণ কার্বন নিঃসৃত হয়, জৈব জ্বালানি ব্যবহারের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ তার চেয়ে ৬০ শতাংশ কম হতে হবে অথচ জৈব জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান ডিউপোন্টের কর্মকর্তাদের দাবি, শস্যের উচ্ছিষ্টাংশ থেকে উৎপাদিত জৈব জ্বালানি কার্বন নিঃসরণের ক্ষেত্রে গ্যাসোলিনের চেয়ে ভাল। পক্ষে-বিপক্ষে বিশ্লেষণ আর বিতর্ক চলছেই। তবে নতুন এই গবেষণা প্রতিবেদন ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে