জ্বালানিখাতে বিনিয়োগ করতে চায় কাতার
বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগ করতে চায় কাতার।
মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল দেহাইমি সৌজন্য সাক্ষাত করেন। এ সময় এই আগ্রহের কথা জানান। আলোচনার সময় তারা
পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে জ্বালানি ঘাটতি আছে। খুব শিগগির আমরা কাতার থেকে এলএনজি আমদানি করবো। তিনি বলেন, আমাদের প্রচুর গ্যাসের প্রয়োজন। কাতার বাংলাদেশে একটি গ্যাস টার্মিনাল স্থাপন করতে পারে। কাতারেরর পক্ষ থেকে এ সময় বাংলাদেশে একটি পেট্রোক্যামিক্যাল ইন্ডাস্ট্রি করার আগ্রহের কথা জানানো হয়।
রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীপূর্ণ নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন করছে তাতে কাতার অংশ গ্রহণ করতে চায়। তিনি, কাতারের পররাষ্ট্র বিষয়ক সহকারি মন্ত্রী সুলতান সাদ আল মুরাইখির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ‘দোহা ফোরাম’ এ অংশ নেয়ার আমন্ত্রণ জানান।