জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে অংশিদারিত্ব বাড়াতে হবে

nasrul with azarbaizan minister

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির সহজলভ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অংশিদারিত্ব বাড়াতে হবে । এতে পারস্পারিক সহযোগিতা আত্মউন্নয়নে সহায়তা করবে এবং প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত হবে।

প্রতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে আন্তর্জাতিক এনার্জি চার্টার ফোরামের উদ্যোগে আয়োজিত ‌’প্রযুক্তি এবং নীতি উদ্ভাবনের মাধ্যমে জ্বালানির রূপান্তর’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি এসময় বাংলাদেশের অভিজ্ঞতা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং নবায়ণযোগ্য জ্বালানির চ্যালেঞ্জ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী জ্বালানি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, অভিজ্ঞতা বিনিময় ইত্যাদির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এনার্জি চার্টার ফোরামকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশ আন্তর্জাতিক অংশিদারীত্বের মাধ্যমে নিরবচ্ছিন্ন জ্বালানির সহজলভ্যের জন্য সহযোগিতা করতে বদ্ধপরিকর।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে অন্যদের মধ্যে আজারবাইজানের জ্বালানি মন্ত্রী পারভিজ শাহবাজভ, আলবেনিয়ার জ্বালানি উপমন্ত্রী ইলির বেজজা, স্পেন-এর জ্বালানি বিষয়ক উপ সচিব ডমিনগুজ আবাসকেল, মঙ্গলিয়ার জ্বালানি উপমন্ত্রী গানতুলগা তুদেভখু, তুরস্কের উপমন্ত্রী আলপার্সলান বেইরাখতার এবং আন্তর্জাতিক এনার্জি চার্টার ফোরামের মহাসচিব ড. আরবান রুসনাক বক্তব্য রাখেন।