জ্বালানি উত্তোলনে মার্কিন সরকারের নতুন নীতিমালা

সরকারি জমিতে ফ্র্যাকিংয়ের মাধ্যমে খনিজ উত্তোলন কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে নেয়া ওবামা প্রশাসনের নীতিমালা সব পক্ষের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো একে ‘দন্তহীন’ ও জ্বালানি শিল্পগোষ্ঠী ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।

তেল বা গ্যাস উত্তোলনে খনির মধ্যে পানি, বালি ও রাসায়নিক পদার্থ ব্যবহারের কৌশলকেই হাইড্রলিক ফ্র্যাকচারিং বা ফ্র্যাকিং বলা হয়। খনিজ উত্তোলনের এ প্রক্রিয়ায় নিরাপত্তার যথেষ্ট অভাব থাকায় তা বিতর্কিত। সরকারের নতুন নীতিমালায় ভূগর্ভস্থ পানির সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্টে (বিএলএম) প্রস্তাবটি প্রকাশিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে ইনডিপেনডেন্ট পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আইপিএএ) ও ওয়েস্টার্ন এনার্জি অ্যালায়েন্স কেন্দ্রীয় আদালতে একটি মামলা করে। যেখানে বলা হয়, নিরাপত্তা নিয়ে ‘অবাস্তব উদ্বেগের’ পরিপ্রেক্ষিতে এ নীতিমালা নেয়া হয়েছে।
নতুন নীতিমালায় পানি চুইয়ে পড়া রোধ ও তেল-গ্যাস উত্তোলনে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার উপাদানগুলো বের করে ফেলতে জ্বালানি কোম্পানিগুলোকে বোরহোলস ব্যবহারে বাধ্য করার কথা রয়েছে। এছাড়া কোম্পানিগুলোকে প্রতিটি উত্তোলন কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে ব্যবহূত পানির উেসর গভীরতা ও কী পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হবে তাও উল্লেখ করতে হবে। পদার্থগুলোয় যেসব উপকরণ ব্যবহার করা হবে, সেটিও প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি জমিগুলোয় ফ্র্যাকিংয়ের মাত্র ১০ শতাংশ সম্পাদিত হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন আশা করছে, তাদের নেয়া নতুন নীতিমালা পুরো দেশের শিল্প খাতের মডেল হয়ে উঠবে। এর আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। ক্যালিফোর্নিয়ায় কঠোর নীতিমালার মাধ্যমে খনিজ উত্তোলন পরিচালিত হলেও অন্যান্য রাজ্যে কোনো নীতিমালা নেই।

ইন্টেরিয়র সেক্রেটারি স্যালি জুয়েল বলেন, সরকারি জমিতে খনি উত্তোলন নীতিমালা দীর্ঘদিন হালনাগাদ করা হয় না। তার বিভাগ বিএলএমের এ পদক্ষেপকে জনস্বাস্থ্য ও নিরাপত্তার মধ্যে ভারসাম্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে। তাদের আশা, নীতিমালাগত এ নিশ্চয়তার কারণে জ্বালানি কোম্পানিগুলো দায়িত্বের সঙ্গে উত্পাদনকাজ সম্পন্ন করবে।
বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠান ও রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের নেয়া নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের ‘জ্বালানি রেনেসাঁ’কে শ্লথ করে দেবে। কারণ বিপুল পরিমাণ জ্বালানি উত্তোলন করতে সক্ষম হওয়ার কারণেই যুক্তরাষ্ট্র তেল ও গ্যাসের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ।