অস্বচ্ছ ও আমলাতান্ত্রিকতা বিনিয়োগে বাধা
জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ আনতে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে।কাজের স্বচ্ছতা আনতে হবে।বাংলাদেশে আমদানি রপ্তানিতে সময় অনেক বেশি লাগে।কোন বিষয়ে সিদ্ধান্ত নিতেও বেশি সময় লাগে।গভীর সমুদ্রে গ্যাসের দাম কম।গ্যাসের দাম বাড়িয়ে উত্পাদন অংশীদারী চুক্তি (পিএসসি) করতে হবে।তাহলে সমুদ্রে বিদেশী বিনিয়োগ হবে।
বাংলাদেশ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর প্রতিনিধিরা বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে দেখা করে এসব কথা জানান।বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আশ্বাস দেন।
প্রতিনিধিদের মধ্যে ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (এফআইসিসিআই) নির্বাহি পরিচালক জামিল ওসমান, কনোকো ফিলিপসের ব্যবস্থাপনা পরিচালক টম ইয়ারলে, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জিওফে স্ট্রং, ত্রিক্রশ এনার্জি বাংলাদেশে জেনারেল ম্যানেজার এডউইন জি বাউলস, জিসিএম রিসোসের্স এর সিইও গ্যারি লাই, জিই পাওয়ার এন্ড ওয়াটার এর পরিচালক (করপোরেট এফেয়ার্স) শর্মিলা বর্ধন, সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইন্দ্রনীল লাহিড়ী ও বিইডিএল এর চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী কয়েকজন সাংবাদিককে বলেন, বিদ্যুত্ ও জ্বালানখাতে সব ধরনের সহায়তা করতে চায় বিনিয়োগকারীরা।সাগরের তেল গ্যাস অনুল্পব্দানের খরচ অনেক কিন্তু সে তুলনায় বাংলাদেশে গ্যাসের দাম খুব কম।এই গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি অনুসন্ধানে খরচ তুলে নেয়ার বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে।এছাড়া স্থলভাবে গ্যাসের অনসন্ধানে গ্যাসক্ষেত্র উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন।
বৈঠকে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত দ্রুত নেয়ার বিষয়ে তাগিদ দেন।তারা বলেন, সমস্যা হচ্ছে যেকোনো সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে।এই সময় কমিয়ে আনতে হবে।পাশাপাশি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু ব্যবসায়ী নয় উন্নয়ন সহযোগি হয়ে কাজ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে।শুধু ব্যবসা নয় রাজনীতির সঙ্গেও তাদের থাকতে বলা হয়েছে।