জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে রোড-শো
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের বাইরে আবারো রোড-শোর আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের আরো সুযোগ রয়েছে এ দুটি খাতে। কিন্তু সে তুলনায় এর প্রচার হয়নি। তাই এ বিষয়টিকে দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে প্রচার করা দরকার। এই উন্নয়নকে ব্র্যান্ডিং করা দরকার। এজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করতে আসেন। সাক্ষাতশেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। এরইমধ্যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীন, জাপান, ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশ নানারকম সহযোগিতা দিচ্ছে এবং এ খাতে বিনিয়োগ করতে শুরু করেছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করছে বাংলাদেশে এ দুটি খাতে তাদেরও বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। নসরুল হামিদ জানান, বর্তমানে মার্কিন কোম্পানী শেভরন, কনোকোফিলিপসসহ বিভিন্ন কোম্পানী কাজ করছে। মার্কিন রাষ্ট্রদূত মনে করছে এরকম আরো অনেক বিশ্বখ্যাত মার্কিন কোম্পানি রয়েছে যারা বাংলাদেশের বিদ্যুৎ খাতেও কাজ করতে পারে। এবং এ দেশের অগ্রসরমান বিদ্যুৎ খাতকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।তিনি জানান, রোড শো এর বিষয়ে মন্ত্রণালয় একটি মাষ্টার প্ল্যান তৈরি করছে। বিনিয়োগকে আকৃষ্ট করতে খুব শিগগির দেশের বাইরে অনেকগুলো রোড-শো করার চিন্তা আছে। এ ব্যাপারে মার্কিন রাস্ট্রদূতও সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।