জ্বালানি গবেষণা ও সক্ষমতা বাড়াতে পাঁচ প্রতিষ্ঠানের সাথে বিপিআই-এর সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ( শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫):
বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) পাঁচটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে। ‘জ্বালানি গবেষণা ও সক্ষমতা উন্নয়নে সহায়তা’ শিরোনামে চুক্তিটি শনিবার রাজধানীর বিপিআই কার্যালয়ে সই হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিপিআই-এর মহাপরিচালক খেনচান সভাপতিত্ব করেন এবং বিপিআই-এর পক্ষে সমঝোতা স্মারক সই করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনুস আহমেদ খান, কডার্স ট্রাস্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক, বিসিএসআইআর-এর সদস্য আবুল ফতেহ মো. বালিগুড রহমান, বুয়েটের পিএমআরই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান; এবং পেট্রোবাংলার সচিব মো. আমজাদ হোসেন তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিল্প সংস্থার এই মেলবন্ধন দেশের হাইড্রোকার্বন ও খনিজ সম্পদ আবিষ্কার, উত্তোলন এবং দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।