জ্বালানি তেলের দাম কমবে না
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে এখনই কমানো হবে না। আগে দাম বাড়তি থাকলেও বাড়ানো হয়নি এই জন্য এখন কমলেও কমানো হবে না।
মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আপাতত জ্বালানি তেলের দাম কমানো হবে না বলে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে একথা জানান কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, আসন্ন গ্রীস্ম মৌসুমে বিদ্যুতের কোনো লোড শেডিং হবেনা। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস নির্ভরতা কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া চলমান সহিংসতা থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সর্তক অবস্থানে থাকার কথা বলা হয়েছে। মায়ানমার, ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলেও তিনি জানান।
স্থায়ী কমিটির বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম) ও নাসিমা ফেরদৌসী অংশ নেন। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি বলেন, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা রাখা হয়েছে। এবার গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি হবে না। তিনি বলেন, বিশ্ব বাজারের সঙ্গে বাংলাদেশের জ্বালানী তেলের দাম কোন দিনই সমন্বয় করা হতো না। তাই বর্তমানে বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম কমলেও এখনই কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না। কারণ এই দরপতন কতদিন স্থায়ী হবে সেটা বিবেচনা করেই সমন্বয় করা হবে।