জ্বালানি তেলের দাম কমানো হবে – অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রোবাবার সন্ধ্যায় সবিচবালয়ে আইএমএফ নিবার্হী পরিচালক রাকেশ মোহনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমানো হবে। বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। জ্বালানি বিভাগকে নিদের্শ দেয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষা করতে । সংশ্লিষ্ঠদের মতামত নিতে শিগগিরই বৈঠক ডাকা হবে। আশা করছি দুই সপ্তাহের মধ্যে দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৪০ ডলারে নেমে এসেছে। ২০০৯ সালের মার্চের পর এটি হচ্ছে নিম্ম দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম ব্যাপক কমলেও দেশের মধ্যে এখন পর্যন্ত কমানো হয়নি।